ত্রিপুরা ভবনে আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই ফেব্রুয়ারী বিধাননগর ত্রিপুরা ভবনে আমরা বাঙালী কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন ও স্মারকলিপি প্রদান করেন৷

উল্লেখ্য কয়েক মাস আগে ত্রিপুরার কাঞ্চনপুরে উগ্রপন্থীদের হামলায় ৯৩টি বাঙালী পরিবার সর্বস্বান্ত হয়ে বাস্তু থেকে উচ্ছেদ হয়৷ তারা পার্শ্ববর্তী আনন্দবাজারে একটি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে৷ কিন্তু সরকার থেকে আজ পর্যন্ত কোনরকম সাহায্য তাদের করা হয়নি ও অপরাধীদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা সরকার নেয়নি৷ এদিন বিক্ষোভ সমাবেশ থেকে ত্রিপুরা ভবন কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়৷ ‘আমরা বাঙালী’ দাবী করে যে ওই বাস্তুহারা পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে হবে৷ দোষী উগ্রপন্থীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে৷ ত্রিপুরার বাঙালীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ অবিলম্বে এই দাবী পূরণ না হলে আমরা বাঙালী আগরতলা থেকে কলকাতা বৃহত্তর গণ আন্দোলনে নামবে৷

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, ছাত্র-যুব নেতা তপোময় বিশ্বাস, মহিলা সমাজের নেত্রী গোপা শীল, অনির্বাণ মুখোপাধ্যায়, কৌস্তভ সাহা প্রমুখ৷