ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যাণ্ডে নির্বাচনী দামামা বেজে উঠল৷ নির্বাচন কমিশন ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যাণ্ড--- এই তিন রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছেন৷ ত্রিপুরার নির্বাচন হবে ১৮ই ফেব্রুয়ারী৷ মেঘালয় ও নাগাল্যাণ্ডের নিবার্চন হবে ২৭ ফেব্রুয়ারী৷ তিন রাজ্যের বোট গণনা (ভোট গণনা) ৩রা মার্চ৷
এখানে উল্লেখ্য, ত্রিপুরার বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ১৪ই মার্চ মেঘালয়ে বিধানসভার মেয়াদ শেষ হবে ৬ই মার্চ আর নাগাল্যাণ্ডের মেয়াদ শেষ হবে ১৩ই মার্চ৷ প্রতিটি বিধানসভার বিধায়ক সংখ্যা ৬০ জন৷ তিনরাজ্যেরই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী বিধানসভার নিবার্চনপর্বশেষ করাই নির্বাচনের কমিশনের উদ্দেশ্যে৷
ত্রিপুরায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৪শে জানুয়ারী থেকে ৩১শে জানুয়ারী৷ ১লা ফেব্রুয়ারী প্রার্থীর নাম স্ক্রুটিনীর তারিখে৷ নাম প্রত্যাহারে শেষ তারিখ ৩ ফেব্রুয়ারী৷
মেঘালয় ও নাগাল্যাণ্ডে বিজ্ঞপ্তি জারী হবে ৩১ শে জানুয়ারী৷ মনোনয়ন পত্র জমা দেওয়া চলবে ৭ই ফেব্রুয়ারী পর্যন্ত৷ নাম প্রত্যাহার ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত৷
মুখ্য নির্বাচনী আধিকারিক এ.কে. জ্যোতি সাংবাদিক সম্মেলনে উপরিউক্ত ঘোষণা করেছেন৷
এবারে ত্রিপুরায় বোটার সংখ্যা ২৫,৬৯,২১৬ জন, নাগাল্যাণ্ডে ১১,৮৯,২৬৪ জন ও মেঘালয়ে ১৮,৩০,১০৪ জন৷
ত্রিপুরায় একটান ৫ বার ক্ষমতা দখল করেছে বামফ্রন্ট এখানে বিজেপি দ্রুত সমর্থক বৃদ্ধি বামফ্রন্টকে ভাজিয়ে তুলেছে৷ সি.পি.এম ও কংগ্রেস থেকে অনেকেই বিজেপিতে ভীড় জমাচ্ছে৷ মাঝখানে যারা কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিল এখন তাদের অধিকাংশও বিজেপি-তে যোগ দিয়েছে৷
মেঘালয়ে বর্তমান কংগ্রেস ক্ষমতায় রয়েছে৷ নাগাল্যাণ্ডে ক্ষমতায় আছে এন.পি.এফ৷
এই তিনরাজ্যে বিধানসভা নির্বাচনে ইভিএম-এর সঙ্গে পেপার ট্রেল মেসিন ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে৷