ত্রিপুরা রাজ্যে শিক্ষা প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত এপ্রিল মাসে ত্রিপুরা আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের শিক্ষা-ত্রাণ-জন কল্যাণ বিভাগের উদ্যোগে চামটিলা, তেলিয়ামুড়া ও মেলাঘরে তিনটি শিক্ষা-প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ গত ১৭,১৮,১৯শে এপ্রিল চামটিলায়, ২২,২৩,২৪শে তেলিয়ামুড়ায়, ও ২৬,২৭,২৮শে এপ্রিল মেলাঘর আনন্দমার্গ স্কুলে শিক্ষা প্রশিক্ষণ-শিবির অনুষ্ঠিত হয়৷ এই সব শিক্ষা শিবিরে  ত্রিপুরার ৭০ টি আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাঁদের নির্দিষ্ট এলাকা অনুসারে নির্দিষ্ট সময়ে  যোগদান করেন৷ আনন্দমার্গের  শিক্ষাদর্শন, শিক্ষা মনস্তত্ব, শিক্ষাদান পদ্ধতি পাঠক্রম, নীতিতত্ত্ব, যোগ সাধনা, আসন-প্রাণায়াম, আনন্দমার্গ শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে  প্রশিক্ষণ দেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত, শ্রী দানিশ পাল, শ্রী নিত্যানন্দ দেবনাথ, শ্রী বিদিত দেবনাথ, শ্রী দিলীপ পাল ও  শ্রী প্রদীপ চৌধুরী মহাশয়৷ নিয়মিত ধ্যান, প্রভাত সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব শিক্ষা শিবিরকে আকর্ষনীয় করে  তোলে৷ ডায়োসিসের ডি.এস আচার্য ব্রহ্ম দেবানন্দ অবধূত দক্ষতার সঙ্গে এই শিবিরগুলোকে পরিচালনা করেন৷