ত্রিপুরার খোয়াই শহরে ধর্মসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই জুন সকাল বেলা খোয়াই ভাগবত সেবা পরিষদের উদ্যোগে খোয়াই শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমে কৃষ্ণতত্ত্ব ও ভাগবত ধর্ম বিষয় নিয়ে এক মহতী ধর্মসভার আয়োজন করা হয়৷ উক্ত ধর্মসভায় ভাগবত সেবা পরিষদ, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবৃনন্দ বক্তব্য রাখেন৷ সেই ধর্মসভায় আনন্দমার্গের প্রতিনিধিত্ব করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন---পরমপুরুষ শ্রীকৃষ্ণ পাপীদের বিনাশ ও সাধুদের রক্ষা ও ধর্মসংস্থাপনার উদ্দেশ্যে আজ থেকে সাড়ে তিন হাজার বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন৷ তাঁর মহান বাণী ‘যতো ধর্মস্ততো জয়ঃ’---যেখানে ধর্ম সেখানেই জয়৷ তাঁর এই মহান বাণীকে সত্যরূপ দেওয়ার জন্যে যিনি মহাভারতের পরিকল্পনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মাশ্রয়ী পাণ্ডবদের জয় ও ধর্মবিরোধী কৌরবদের পরাজয়, শ্রীকৃষ্ণের বাণীকেই প্রতিষ্ঠিত করে৷ ধর্ম মানুষের পরিচিত বহন করে৷ যে ধর্ম অনুশীলনের মধ্যে দিয়ে ভগবত প্রাপ্তি ঘটে তাই হ’ল ধর্ম৷ সেই ধর্মের নাম ভাগবত ধর্ম৷ বিস্তার, রস, সেবা ও তদ্স্থিতি---এই চারটি স্তম্ভে ভাগবত ধর্ম আধারিত৷ এই ধর্মসভায় পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত ও সুরারোপিত কৃষ্ণগীতি পরিবেশন করেন শ্রীমতী শুক্লা পাল৷