ত্রিপুরা বিধানসভার চার কেন্দ্রে উপনির্বাচনে ‘আমরা বাঙালী’ তিনটি কেন্দ্রে ‘আমরা বাঙালী’ প্রার্থী দিয়েছে৷ এই তিন কেন্দ্রেই প্রার্থীদের সমর্থনে কর্মীরা জোর কদমে প্রচারে নেবেছে৷
আমরা বাঙালী রাজ্যসচিব গৌরাঙ্গরুদ্র পাল জানান ত্রিপুরায় বিপদগ্রস্ত বাঙালী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই আমরা বাঙালী নির্বাচনে অংশগ্রহণ করেছে৷ বরদোয়ালি কেন্দ্রে প্রার্থী রামকৃষ্ণ দেবনাথ, সুরমা কেন্দ্রে প্রাণেশ দাস, যুবরাজ নগরে বিজয় দেবনাথ৷ ত্রিপুরায় বর্তমানে বাঙালী বিদ্বেষী বিজেপির শাসনে বাঙালী জনগোষ্ঠীর জীবন জীবিকা ভাষা সংস্কৃতি বিপন্ন৷ ত্রিপুরায় বৃহত্তম বাঙালী জনগোষ্ঠী তার ভাষা ও ভূমির অধিকার হারিয়েছে৷ বিধানসভার আসন অর্ধেক সংরক্ষিত হয়েছে উপজাতিদের জন্য৷ এরপর তিপ্রাল্যাণ্ডের আওয়াজ উঠেছে৷ সংকীর্ণ ভোটের স্বার্থে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলই বাঙালীর পাশে দাঁড়ায়নি৷ এবার আমরা বাঙালীর রাজ্যসচিবের আবেদন বাঙালীর অস্তিত্ব রক্ষার জন্য ত্রিপুরা বাঙালীরা আমরা বাঙালীর পাশে দাঁড়ান৷