সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কলকাতায় ১৯৮২ সালের ৩০শে এপ্রিল তৎকালীন কম্যুনিষ্ট সরকারের পাশবিকতা ও নৃশংস অত্যাচারের শিকার আনন্দমার্গের ১৭ জন সন্ন্যাসীকে কলকাতাস্থিত বালিগঞ্জের বিজনসেতুতে রাজনৈতিক স্বার্থে নৃশংসভাবে খুন করে’ অগ্ণিদগ্দ করা হয়েছিল! এই বর্বরতার প্রতিবাদে গত ৩০শে এপ্রিল ত্রিপুরা রাজ্যের আগরতলা জেলায় আনন্দমার্গীদের একটি প্রতিবাদ মিছিল বের হয়৷ কলেজটিলা থেকে শুরু হয়ে মিছিলটি মোটর ষ্ট্যাণ্ড, পোষ্ট অফিস, আর.এম.এস. চৌমহনী হয়ে জ্যাকসন্ গেটে এসে পৌঁছায়৷ যাত্রাপথে বিভিন্ন স্থানে সিপিএমের নৃশংশ হত্যার প্রতিবাদে তথা ‘মানবতা বাঁচাও’ দাবী নিয়ে বক্তব্য রাখেন শ্রী গৌরাঙ্গ রুদ্রপাল ও আরও অন্যানরা৷