ত্রিপুরায় কর্ষক সমাজের বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ২৮শে সেপ্ঢেম্বর কর্ষক স্বার্থ বিরোধী কৃষি আইন ও যেভাবে রাজ্যসভায় অগণতান্ত্রিকভাবে কৃষিবিল পাশ করা হয় তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাঙালী কর্ষক ও শ্রমজীবী সমাজের ত্রিপুরা রাজ্য কমিটি৷ আগরতলা ও কাঞ্চনপুরে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল পথ পরিক্রমা করে৷

কর্ষক সমাজের পক্ষ থেকে বলা হয় এই কৃষি আইন কর্ষকদের দুর্দশা আরও বহুগুণ বাড়িয়ে দেবে ও পুঁজিপতিরা মুনাফা লুটবে৷ একমাত্র প্রাউট দর্শনের ব্লকভিত্তিক কৃষি-শিল্প পরিকল্পনা বাস্তবিত করেই কৃষি সমস্যার সমাধান সম্ভব৷