আগরতলা ঃ গত ২১শে নভেম্বর আর কে নগর টি.এস.আর দ্বিতীয় বাহিনীর সদর কার্যালয়ের ভেতরে এক টি.এস.আর জওয়ান জনৈক সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে৷ ওই জওয়ানের নাম নন্দলাল রিয়াং৷ সে বাহিনীর কম্যাণ্ডেণ্ট তপন দেববর্মার পি.জি.৷ তপন দেববর্মার নির্দেশেই ওই জওয়ান সাংবাদিক সুদীপ দত্তকে খুন করেছে বলে অভিযোগ৷
জানা যাচ্ছে, তপন দেববর্মার বিরুদ্ধে নানান দুর্নীতির খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল৷ এই কারণেই ওই সাংবাদিককে কৌশলে তাদের অফিসে ডাকিয়ে আনিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনায় রাজ্যের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী করছে৷ সাংবাদিকরা গত দু’মাস ধরে শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের সি.বি.আই. তদন্ত চেয়ে আন্দোলন করে আসছিল৷ এখন তার সঙ্গে হ’ল সুদীপ দত্ত ভৌমিককে হত্যার বিরুদ্ধে আন্দোলন৷ তাঁরা অবিলম্বে বাহিনী ক্যাণ্ডেণ্ট তপন দেববর্মার দৃষ্টান্তমূলক শাস্তি চান৷ সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবী করেন৷