টর্নেডোয় বিধবস্ত মধ্য আমেরিকা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

টর্নেডোয় বিধবস্ত মধ্য আমেরিকা৷ শনিবারের এই ভয়ঙ্কর ঝড়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন৷ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস, টেক্সাস, মিসৌরি৷ ঝড়ের দাপটে উড়ে গিয়েছে কয়েকশো বাড়ির চাল৷ উল্টে গিয়েছে বহু গাড়ি, এমনকি ট্রাকও৷ বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই৷ অন্ধকারে দিন কাটছে বাসিন্দাদের৷ এর মধ্যেই আবহাওয়া দফতর সপ্তাহান্তে আরও কয়েকটি টর্নেডোর পূর্বাভাস দিয়েছে৷

আমেরিকার কানসাসে টর্নেডোর বলি আট জন৷ ঝড়ের সময় ধুলোয় ঢেকে যায় আকাশ৷ দৃশ্যমানতা কমে যায়৷ সে কারণে বহু পথ দুর্ঘটনা হয়েছে৷ অন্তত ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে৷ তাতেই মৃত্যু হয়েছে ওই আট জনের৷ মিসৌরি স্টেটের জাতীয় সড়ক নজরদারি সংস্থা জানিয়েছে, সেখানে ঝড়ের বলি ১২ জন৷ পুলিশ জানিয়েছে, সেখানে ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে গিয়েছে৷ গাছ পড়ে ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার৷ অন্ধকারে বিস্তীর্ণ এলাকা৷ বহু লোকজনকে তাঁদের বাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে৷ বাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে অ্যালিসিয়া উইলসন৷ তিনি বলেন, ‘‘এ রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আগে হয়নি কখনও৷ কান ফেটে যাচ্ছিল আওয়াজে৷’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিসৌরির ওয়েন কাউন্টিতে ঝড়ের বলি ছ’জন৷ ওজার্কে মারা গিয়েছেন তিন জন৷ টেক্সাসে ঝড়ের সময় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার জন৷ আরকানসাস স্টেটে ঝড়ের জেরে বিভিন্ন দুর্ঘটনার কারণে প্রাণ হারিয়েছেন তিন জন৷ আহত হয়েছেন ২৯ জন৷ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর সারাহ্‌ হাকাবি স্যান্ডার্স৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে ছিল মধ্য আমেরিকার প্রায় দু’ লক্ষ বাড়ি৷

তবে উদ্বেগ এখনই কাটছে না মধ্য আমেরিকায়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মিসিসিপি, টেনিসি-সহ মধ্য উপসাগর উপকূলবর্তী স্টেটগুলিতে আরও বেশ কয়েকটি টর্নেডো হতে পারে৷ প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্য আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, কানসাসে মাঝেমধ্যেই আছড়ে পড়ে টর্নেডো৷ মূলত মে থেকে জুনের মধ্যেই হয় এই ঝড়৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে আমেরিকায় টর্নেডোর বলি হয়েছিলেন ৫৪ জন৷