তুমি আছো বলেই

লেখক
শিবরাম চক্রবর্তী

তুমি আছো বলেই আছে

                জগতের সব কিছু

তাই তো তোমার কাছে সবাই

                মাথা করে নীচু৷

তুমি আছো তার তরেতেই

                সূর্য সময় ধরে’

রাতের আঁধার দূরে ঠেলে

                উদয় হয় সে ভোরে

আকাশের চাঁদ গ্রহ তারা

                তোমার ইচ্ছায় আলো দেয়

সারা বছর ছয় ঋতুর কাজ

                তোমার কৃপায় পূর্ণ হয়৷

তুমি আছো বলেই আছে

                পাহাড় সাগর মরু ও

তোমার ইচ্ছায় পৃথিবীর বুকে

                সবুজের সমারোহ৷

জীবজন্তু আহার বিহার

                তোমার কৃপায় হয়

জীবের শ্রেষ্ঠ মানুষেরা তাই

                তোমায় জানতে চায়৷