শোষিত বাঙলা - বঞ্চিত বাংলা ও বাঙালী
তারাপদ বিশ্বাস
বাঙলায় জলবায়ু পৃথিবীর বিস্ময়৷ প্রকৃতির অফুরন্ত দানে বাঙলা কৃষিজ-খনিজ-বনজ-জলজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ, জীবনের আবির্ভাব ও বিকাশের জন্য অবশ্য প্রয়োজনীয় অত্যুর্বর মাটি, পর্যাপ্ত মিষ্টি জলভান্ডার, সূর্যালোক, তাপমাত্রা, হাওয়া, বৃষ্টিপাতের প্রাচুর্যের কারণে বাঙলা সুজলা-সুফলা-শস্য-শ্যামলা এক সোনার দেশ৷ সোনার বাঙলার অফুরন্ত সম্পদ ভান্ডার ছিল, বিশ্বাবাসীর ঈর্ষার বিষয়৷ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সেই সম্পদের লোভে খ্রী: পূ: ৩২৭ অব্দে ম্যাসিডোনিয়া সম্রাট আলেকজান্ডার দি গ্রেট বাঙলা অভিযানের সংকল্প নিয়ে অগ্রসর হয়েছিলেন কিন্তু বাঙলার গঙ্গারীডি রাজার অপরাজেয়, অমিতবিক্রম বাহিনীর সামনে দাঁড়
- Read more about শোষিত বাঙলা - বঞ্চিত বাংলা ও বাঙালী
- Log in to post comments