সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১০ই জুলাই উঃ২৪পরগনার ঠাকুর নগর আনন্দমার্গ স্কুলে মার্গী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সম্মেলন চলে৷ জেলার প্রায় শতাধিক মার্গী ভাইবোন এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন৷ সম্মেলনে আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষে আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ তাঁরা সম্মেলনে উপস্থিত মার্গী ভাইবোনদের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ে আনন্দমার্গের আদর্শের বাস্তবায়নে প্রয়োজনীয়তা ও আনন্দমার্গের ব্যাপক প্রচার প্রসারের কাজের গুরুত্বের কথা বলেন৷ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন জেলার ভুক্তিপ্রধান সন্তোষ কুমার বিশ্বাস ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা৷