সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ ও ৫ই নভেম্বর ঠাকুরনগর আনন্দমার্গ সুকলে অনুষ্ঠিত হ’ল সাধনা শিবির৷ শিবিরে ৬০জন মার্গী দাদা-দিদি, ৯জন সন্ন্যাসী দাদা ও ৬ জন সন্ন্যাসী দিদি অংশগ্রহণ করেছিলেন৷ শিবিরে ট্রেনার ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত দাদা৷ একটা ক্লাস নিয়েছিলেন আচার্য মোহনানন্দ অবধূত৷ ট্রেনার দাদা তাঁর ক্লাশের বিষয় বস্তুর সঙ্গে সঙ্গে বাবার সময়ের অসংখ্য উদাহরণ দিয়ে ক্লাসকে আরও চিত্তাকর্ষক ও মনোগ্রাহী করে তুলেছেন৷ উপস্থিত সকলে ক্লাস-ও আগ্রহ সহকারে করেছেন৷ আশা করা যায়, এই শিবির সকলের সাধনায় উপকারে আসবে৷