সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
এযাবৎকালে বিশেষত বোলিং-এর ক্ষেত্রে একটি নতুন সংশোধনী করল আইসিসি । অনিল কুম্বলের ক্রিকেট কমিটির সবকটি প্রস্তাবগুলি মেনে নিল আইসিসি । করোনা বাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক কিছু পদক্ষেপ নিল আইসিসির চিফ একজিকিউটিভ কমিটি ।
এছাড়া সবার আগে যে সংশোধনীর কথা বলা হয়েছে তা হ’ল খেলা চলাকালীন ক্রিকেট বলে কোন পরিস্থিতিইে ‘থুতু’ লাগানো চলবে না । এই নিয়ম সম্পূর্ণ বাধ্যতামূলক করা হচ্ছে, যদি কোনো কারণে এই নিয়ম কোন দল ভাঙে সেই দলকে দু’বার সতর্ক করা হবে, তৃতীয়বার ভূল করলে অপনেন্ট টিম অর্থাৎ ব্যাটিং টিমকে পাঁচ রান পেনাল্টি দিতে বাধ্য হবে সেই দল । সেই বল যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ খেলা চালু হবে না।