থ্যালাসেমিয়া রোগ মুক্তির ওষুধ বিতরণ

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে গত ২০শে জানুয়ারী সংস্থার অডিটোরিয়ামে ৩৮৬ জন থ্যালাসেমিয়া রোগীকে জীবনদায়ী ওষুধ দেওয়া হয়৷ ওই অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশিত হয়৷ অনুষ্ঠানে সংঘটনের সভাপতি ডাঃ ভাস্করমণি চ্যাটার্জি ও সম্পাদক সঞ্জীব আচার্য্য মহাশয় থ্যালাসেমিয়া রোগের কারণ ও তার থেকে মুক্ত হবার প্রক্রিয়া বর্ণনা করেন৷

অনুষ্ঠানে সংঘটনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ডাঃ প্রভাত ভট্টাচার্যের কন্যা রূপকথার জন্মদিন পালন করা হয়৷ জন্মদিনে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার পক্ষ থেকে উপস্থিত থেকে থ্যালাসেমিয়া রোগ-মুক্তির জন্যে ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার কথা বলা হয়৷