উদ্বাস্তুদের হাবড়া হাইস্কুলে আলোচনাসভা অনুষ্ঠিত

সংবাদদাতা
গোবিন্দ বিশ্বাস
সময়

উদ্বাস্তুসংগ্রাম পরিষদ, কোলকাতা-৮৬ এবং ক্যাব,কোলকাতায়-যৌথ আহ্বানে হাবড়া মডেল হাইস্কুলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হইয়াছে গত ২৭/১/২৪ সনে৷ উদ্বাস্তু সংগ্রাম পরিষদের প্রেমিডিয়াম সুশান্ত সাহা জানালেন, ‘‘সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে৷’’ তিনি আরও জানালেন,---‘‘গুজরাত ও রাজস্থানের রাজ্য সরকার নোতুন আইনের মতোই বিশেষ বিধি তৈরী করে তাদের রাজ্যের পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তু বা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্বের ব্যবস্থা করেছেন৷ উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবীতে সবাইকে একসাথে লড়তে হবে৷ তেমনিভাবে পূর্বস্থান তথা বাংলাদেশীদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করতে হবে৷