সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
হাওড়া জেলার আমতা ব্লকের উদং গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি সুচিত্রা রীতের বাসগৃহে গত ২২শে সেপ্ঢেম্বর ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে জেলার বাসগৃহে সমবেত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন মহাব্রত ব্রহ্মচারী ও ভদ্রেশ্বর অধিকারী৷ সহযোগিতায় ছিলেন সৈকত ভৌমিক, বাপি মান্না প্রমুখ৷ কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন মহাব্রত ব্রহ্মচারী৷