উদয়নারায়ণপুরে অখন্ড কীর্ত্তন ও তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত  হরালিগ্রামে ৩ঘন্টাব্যাপী অখন্ড-কীর্ত্তনের আয়োজন  করা হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা কীর্ত্তিলেখা আচার্যা৷ অখন্ড কীর্ত্তনের পর তত্ত্বসভার  আয়োজন করা হয়৷

তত্ত্বসভায় বক্তব্য  রাখেন  আচার্য বাসুদেবানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা, আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমুখ৷

তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, এক নিরাকার পরম ব্রহ্ম মানুষের  জীবনের একমাত্র পরম আরাধ্য৷ 

মানুষের মনের অভাব অনন্ত৷ তাই সীমিত জাগতিক সম্পদে মানুষের মন পরিপূর্ণ তৃপ্তিলাভ করে না৷ অনন্ত ব্রহ্মের সাধনাই মানুষের  মনের অনন্ত তৃষ্ণা মেটাতে পারে৷ তখন মানুষ পায় অনন্ত সুখ৷ অনন্ত সুখের নামই আনন্দ৷ প্রতিটি মানুষ জানতে হোক বা অজানতে হোক সেই পরমানন্দের সন্ধানেই ছুটে চলেছে ৷ আনন্দের মার্গ অর্র্থৎ  সেই আনন্দলাভের পথ৷ আনন্দমার্গ শেখায়, প্রতিটি মানুষের উচিত অন্তর্জগতে এইভাবে মনকে  অনন্ত ব্রহ্মতরঙ্গের  সঙ্গে সমান্তরাল করার নিরন্তর প্রয়াস৷ এতে  মনের মধ্যে প্রশান্তি থাকবে, মন পবিত্র থাকবে ও সবসময় শুভপথে থাকবে৷ আর,  বর্হিজগতে মানুষের  উচিত, জগতের সেবায় সবসময় নিরত থাকা৷ মানুষ-পশু-পক্ষী- তরুলতা সবাইকে ভালবাসতে  হবে৷

আরামবাগের ডিট.এস.এল.দিদিও মানবজীবনে কীর্ত্তন ও সাধনার প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন৷