হাওড়ার উলুবেড়িয়ার যদুবেড়িয়া শিবাজী সঙ্ঘ ক্লাব প্রাঙ্গণে জগৎগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৪৬তম শুভ পদার্পন দিবস উৎযাপন করা হয়৷ প্রথমে উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন অমিয় পাত্র মহাদয়, প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন সুপ্রিয়া ভৌমিক মহাদয়া, এরপর সাধনা শেষে স্বাধ্যায় পাঠ করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ প্রথমে উক্ত অনুষ্ঠানে অতিথি বরণ ও বাবার প্রতিকৃতিতে মাল্যার্পন৷ অনুষ্ঠানে প্রথম বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত তিনি জগৎগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বহু মুখী দর্শনের উপর আলোকপাত করেন৷ এরপর নৃত্য পরিবেশন করেন স্থানীয় রাওয়া শিল্পী৷ তারপর ১৯৭৯ সালে বাবা যে উলুবেড়িয়ায় পদধূলি দিয়ে ছিলেন ঐ দিনের সম্পর্কে আলোচনা করেন বকুল রায়৷ অতঃপর উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর সরকার৷ বক্তব্য রাখেন তপন ভৌমিক৷ তিনি তার বক্তব্যে বাবার দর্শনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করেন৷ এরপর নৃত্য পরিবেশন করেন স্থানীয় রাওয়া শিল্পী৷ অতঃপর বক্তব্য রাখেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ তার বক্তব্যে আগামী দিনে কীভাবে সমাজে মানুষ,পশু পাখি, গাছ পালা, প্রত্যেকের কীভাবে উপকারে আসবে তার বর্ণনা দেন৷ তারপর দুঃস্থ মানুষদের কে শীত বস্ত্র প্রদান করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিয় পাত্র৷ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এবং দ্বিপ্রাহরিক আহারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার বিশিষ্ট মার্গীগণ৷ অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা, অবধূতিকা আনন্দরসধ্যানা আচার্যা, মহাব্রত ব্রহ্মচারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন যদুবেড়িয়া শিবাজী সংঘ ক্লাবের সদস্যবৃন্দ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়