সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২০শে মার্চ ২০২৫, উমানিবাস (খটঙ্গা) মহিলা বিভাগের অন্তর্গত আনন্দমার্গ প্রাইমারী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মহা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে৷ এদিন গ্রামের শিশু-কিশোরদের নৃত্য, সঙ্গীত, ছড়া, কবিতা আবৃত্তি ও ‘‘যার যেমন ধর্ম, তার তেমন বক্তব্য’’ শীর্ষক বিশেষ পরিবেশনা সকলকে মুগ্দ করেছে৷ সেই সন্ধ্যায় আনন্দ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সম্মিলন হয়েছিল৷