উমানিবাসে সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ড

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ কলিকাতার সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডের পক্ষ থেকে মুখ্য মানবসম্পদ অফিসার শুভশ্রী সেনগুপ্ত, বাণিজ্যিক ম্যানেজার দেবাশীস ঘোষ ও শুভময় ভট্টাচার্য সহকারী জেনারেল ম্যানেজার তিনজনের একটি গ্রুপ আনন্দনগর পরিদর্শন করেন ও ডামরুঘুটু গ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আনন্দমার্গের মহিলাশাখার পরিচালিত উমানিবাসের ছাত্রা ও অভিভাবকদের সঙ্গে মিলিত হন ও তাদের জীবনযাত্রা ও নানা সমস্যা বিষয়ে আলোচনা করেন ও উন্নয়ণের নির্দেশনা দেন৷ এই বিষয়ে তারা একটি পরিকল্পনার কথাও চিন্তা করছেন বলে জানান৷ স্থানীয় ছাত্ররা একটি মনজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন৷ সাঁওতালি নৃত্য প্রভাত সঙ্গীত, প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশিত হয়৷ সেনকোর পক্ষ থেকে উপস্থিত নবমশ্রেণী ও তার উর্দ্ধে ছাত্রাদের ব্যাগ খাতা, কলম হরলিক্স ইত্যাদি বিতরণ করা হয়৷ মধ্যাহ্ণ ভোজের আয়োজন করেন আনন্দমার্গ গার্লস হোম---উমানিবাস৷ সেনকো কর্র্তদের সঙ্গে নানাবিধ আলোচনায় অভিভাবক ও ছাত্রাবৃন্দ অনুপ্রাণিত হয়৷ সেনকো কর্র্তরাও উমানিবাসের আয়োজন পরিদর্শন করে উৎসাহী হয়েছেন ওএখানে উন্নয়নের পরিকল্পনার কথা চিন্তা করবেন বলে জানিয়েছেন৷