উন্নয়নের দৃষ্টিতে ৭৪টি দেশের মধ্যে ভারতের স্থান ৬২ নম্বরে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ওয়ার্ল্ড ইনক্লুসিভ্ ডেভেলপমেণ্টের এবছরের রিপোর্ট বিশ্বের ৭৪টি উন্নয়নশীল দেশের মধ্যে সার্বিক উন্নয়ন সূচকের মাপকাঠিতে ভারতের স্থান ৬২ নম্বরে৷ এ বিষয়ে ভারত থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা, বাঙলাদেশ আর নেপাল৷

এই রিপোর্টে বলা হচ্ছে, বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে যে জিডিপি ধরা হয় তা ত্রুটিপূর্ণ৷ জিডিপিতে দেশের উৎপাদন বৃদ্ধির হার হিসেবে করা হলেও এর মধ্যে দেশের অর্থনৈতিক বৈষম্য, পরিবেশ সুরক্ষা, সরকারের দেনা----এসবের দিকে নজর দেওয়া হয় না৷ বরং অর্থনৈতিক বৃদ্ধি করতে গিয়ে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়৷ সুরক্ষাকে তোয়াক্কা করা হয় না৷ সরকারের দেনাও বৃদ্ধি পায় তাই জিডিপি যথার্থ উন্নয়নের চিত্র নয়৷ এইসব চিন্তা করে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম এ ব্যাপারে ইনক্লুসিভ ডেভেলপমেণ্ট ইনডেক্স বা সার্বিক উন্নয়ন সূচককে গ্রহণ করেছে৷ এতে দেশের অর্থনৈতিক বৈষম্য বাড়ছে কি না, পরিবেশ-এর সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে কি না, সরকারী দেনা বেড়ে যাচ্ছে কি না---এই সব দিকেই নজর দেওয়া৷ এই দৃষ্টিতে উন্নয়নশীল ৭৪টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে ভারতের স্থান অনেক নীচের দিকে৷ চীন, রাশিয়া, বাঙলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এদের স্থান ভারতের ওপরে৷ ভারতের স্থান ৬২ নম্বরে৷ রাশিয়ার স্থান ১৯৷ চীনের স্থান ২৬৷ ব্রাজিল ৩৭, পাকিস্তান ৪৭, শ্রীলঙ্কা ৪০, বাঙলাদেশে ৩৪ আর নেপাল ২২৷