উন্নয়ণের ফানুস চুপসে বাঙলা দেশের নীচে ভারত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী বেকারত্বের হারে বাঙলাদেশের পিছনে ভারত৷ বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান তুলে ধরে  একথা জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু৷ এই পরিসংখ্যানে শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনাম, মালয়েশিয়া, এমনকি সিরিয়ার স্থানও ভারতের উপরে৷ ভারতে মোট জনসংখ্যার ২৩.০১ শতাংশ বেকার সেখানে বাঙলাদেশে বেকারের হার ১২.১৩ শতাংশ৷

বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ বলেন এই পরিসংখ্যানে আশ্চর্য হওয়ার কিছুই নেই৷ মোদির রাজত্বে এমনটাই হবার কথা৷ দেশে আর্থিক বৃদ্ধি নিম্নগামী৷ গ্যাস, পেট্রল, ডিজেলের  দাম দিন দিন বাড়ছে৷ বছরে দু-কোটি চাকরীর প্রতিশ্রুতি ফাঁকা আবাজে পরিণত হয়েছে৷ শ্রী খাঁ বলেন পুঁজিবাদ  নির্ভর আর্থিক কাঠামোয় যা হবার তাই হয়েছে৷ জনগণের  সামনে আরও দুর্দিন আসছে৷ মোদি সরকার করোনার  ঘাড়ে সব  দোষ চাপিয়ে হাত ধুয়ে  বসে থাকবেন ও একটি একটি করে  রাষ্ট্রীয়  সংস্থা পুঁজিপতিদের বিক্রী করে দেবেন এটা মেনে নেওয়া যায় না।