প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বঙ্গীয় বিজেপি নেতারা সোনার বাঙলা গড়তে তৎপর হয়ে উঠেছেন৷ ভোট সামনে এলেই দিল্লীর নেতামন্ত্রীদের বাঙলা প্রেম উৎলে ওঠে৷ কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলে৷
কোভিড-১৯ রুখতে দেশের ১৪টি রাজ্যের পরীক্ষা কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে৷ কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অব ইন্ডিয়ার তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই৷ দিল্লী, উত্তরপ্রদেশ, রাজস্থান, গোয়ার মত রাজ্যে কোভিড-১৯ গবেষণা কেন্দ্র থাকলেও পশ্চিমবঙ্গ সুযোগ পায়নি৷ অথচ কোভিড-১৯ এর ভ্যাকসিন পরীক্ষা কেন্দ্র করার মত উন্নত পরিকাঠামোর অভাব পশ্চিম বাঙলায় নেই৷ বরং সুযোগ পাওয়া বেশ কয়েকটি রাজ্য থেকে পশ্চিমবাঙলার পরিকাঠামো অনেক বেশী উন্নত, অথচ পশ্চিমবঙ্গ বঞ্চিত৷ একদিকে কেন্দ্রীয় নেতারা বাঙলা দখলের লক্ষ্যে বাঙলায় এসে সোনার বাঙলার আশ্বাস অপরদিকে ভাষা অর্থনীতি করোনা ভ্যাকসিন সবেতেই বাঙলাকে বঞ্চনা করছে---কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতাই বিজেপি দল ও সরকারের বাঙলী বিদ্বেষী চরিত্রকে প্রকাশ করে দিচ্ছে৷