সোনার বাঙলার স্বপ্ণ দেখিয়ে ২০০ আসন জেতার আবাজ তুলে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রশক্তি, অর্থশক্তি ও সাংঘটনিক শক্তি নিয়ে৷ কিন্তু দুশো দূরস্ত, একশ পার হয়নি৷ আশির নীচে থামতে হয়েছে৷ কয়েকমাস পরে তিন বিধানসভার একটি উপনির্বাচন ও দুটি স্থগিত বিধানসভার সাধারন নির্বাচনের ফলে বিজেপি আরও ডুবেছে৷ ভবানিপুর বিধানসভার ফলে কয়েক মাসের ব্যবধানে অনেকটাই নীচে নেমেছে বিজেপি৷ সাধারণ নির্বাচনে তৃণমূল জয়ী হলেও ভোটের ব্যবধান ছিল ২৮ হাজারের মতো৷ উপনির্বাচনে সেই ব্যবধান বেড়ে ৫৮ হাজার৷ ২০২১-এর নির্র্বচনে ভবানিপুরে ৮টি ওয়ার্ডের দুটিতে এগিয়ে ছিল বিজেপি৷ এবার উপনির্বাচনে ৮টিতেই এগিয়ে তৃণমূল৷ শতাংশের হারেও বিজেপির বোট অনেকটা কমে গেছে৷ মুর্শিদাবাদের দুটি কেন্দ্রেও বিজেপির ভরাডুবি হয়েছে৷ বঙ্গ জয়ের স্বপ্ণ ছেড়ে এখন বঙ্গে সংঘটন রক্ষা করাই বিজেপির কাছে কড়া চ্যালেঞ্জ৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়