উত্তর ২৪পরগণায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৫ই জানুয়ারী বনগাঁ মহকুমার রামচন্দ্রপুর গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীতুষার মণ্ডলের বাসগৃহে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম্‌ কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে বনগাঁ মহকুমার বিভিন্ন গ্রামের মার্গী ভাইবোনেরা তুষার মণ্ডলের বাসগৃহে সমবেত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ স্থানীয় গ্রামবাসীবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ উপস্থিত সকলে তিনঘন্টা কীর্ত্তনের অনির্বচনীয় ভাবতরঙ্গে ও সুরমুর্চ্ছনায় স্বর্গীয় আনন্দে অতিবাহিত করে৷ কীর্ত্তন মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়ের পর কীর্ত্তন মহিমা ও ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন প্রবর্তনের গুরুত্ব ও প্রয়োজনীয় তার কথা সাবলীল ভঙ্গিমায় তুলে ধরেন অবধূতিকা আনন্দন্বেষা আচার্যা তাঁর বক্তব্যে৷

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বলেন বর্তমান সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা বন্ধ করতে হলে অপরাধীর চরমদণ্ড দিয়ে হবে না, মানুষের মন জগতে পরিবর্তন আনতে হবে৷ আর তা সম্ভব একমাত্র আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে৷ আধ্যাত্মিক অনুশীলনের অবিচ্ছেদ্য অঙ্গ কীর্ত্তন৷ কীর্ত্তনের আবশ্যিকতা সুন্দরভাবে উপস্থাপিত করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি সফল করে তুলতে শ্রীবিশ্বেশ্বর মণ্ডল, শ্রী কুমুদ দাস ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা সহযোগিতা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করে শ্রী অসীম বিশ্বাস৷