উত্তর গোলার্ধ জুডে পড়েছে ‘ভয়াবহ গরম’ গোটা গ্রহের জন্যই এটা একটা বিপর্যয় - উষ্ণতায় জ্বলছে গোটা পৃথিবী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

 গরমে এবার ‘ফুটবে’ গোটা বিশ্ব৷ তবে এ কোন স্বস্তির বার্র্ত নয়৷ এমনটাই বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়া গুতেরেস৷ উদ্বেগ প্রকাশ করে বলেছেন ‘গ্লোবাল ওয়ার্মিং এর যুগ এসে গিয়েছে৷’ নিউইয়র্কে একটি আলোচনাসভায় এমনই মন্তব্য করেছেন তিনি৷ উষ্ণায়ন নিয়ন্ত্রণে অবিলম্বে জোরদার পদক্ষেপ করার বার্র্ত দিয়েছেন রাষ্ট্রনেতাদের৷

গুতেরেস জানান, উত্তর গোলার্ধ জুড়ে ‘ভয়াবহ গরম’ পড়েছে৷ তাঁর কথায়, ‘গোটা গ্রহের জন্যই এটা একটা বিপর্যয়৷’ গুতেরেসের এ হেন  উদ্বেগের পিছনে দায়ী জুলাই মাস৷ এ বছর জুলাই মাস পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ জার্র্মনির লাইপজিগ বিশ্ববিদ্যালয় একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ তাতে দাবি করা হয়েছে, গত ১ লক্ষ ২০ হাজার বছরে এত উত্তপ্ত জুলাই দেখেনি পৃথিবী৷ ইউরোপীয় ইউনিয়ন এর কাছে তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে উত্তপ্ত জুলাই ছিল ২০১৯ সালে৷ সে বছর ১৭৪ বছরের রেকর্ড ভেঙেছিল উষ্ণতা৷ এবার গরম আরও বেড়েছে৷

গুতেরেস বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন সবে শুরু হয়েছে৷ বিশ্ব উষ্ণায়নের যুগ শেষ৷ পৃথিবী এবার গরমে ফুটতে চলেছে৷’’ তিনি আরও জানান,  জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব পড়তে চলেছে, তা আগেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞেরা৷ বারবার সতর্কও করেছিলেন৷ তাঁর কথায় ‘‘শুধু চমকে যাওয়ার মতো বিষয় হল, এত দ্রুত এটা হবে, তা কেউ টের পাননি৷ করুণ পরিণতি হতে চলেছে৷