সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১লা নভেম্বর উঃ২৪পরগণা জেলার বনগাঁ মহকুমার বেড়ী গোপালপুরে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিম নড়াদা শাখার পক্ষ থেকে সাম্প্রতিক ঘূর্ণীঝড়ে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্যপণ্য শীতবস্ত্র ও পরণের বস্ত্র, বেবিফুড ইত্যাদি দেওয়া হয়৷