‘উৎকল ভবনে’ ‘আমরা বাঙালী’র বিক্ষোভ প্রদর্শন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উড়িষ্যায় লাগাতার বাঙালী নির্যাতন বন্ধের দাবীতে গত ২৯শে আগস্ট ২০২৪ কলকাতার ‘উৎকল ভবনে’ স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করলো ‘আমরা বাঙালী’ সংগঠন৷

কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন, উড়িষ্যা রাজ্যে নতুন করে বাঙালী খেদাও চক্রান্ত শুরু হয়েছে৷ উড়িষ্যায় কর্মরত বাঙালী শ্রমিকদের বৈধ আধার ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে ‘বাংলাদেশ’ মিথ্যে তকমা দেখে তাদের ওপর আক্রমণ হেনে উড়িষ্যা ছাড়ার হুমকি দেয় দুষৃকতিকারীরা৷ উড়িষ্যার সঙ্গে বাঙলার আত্মিক সম্পর্ক রয়েছে, প্রচুর উড়িষ্যাবাসী বাঙলায় থেকে কর্ম নির্বাহ করেন, আমরা তো তাদের ওপর আক্রমণ হানি না!! বরঞ্চ আমরা তাদের ভাতৃস্নেহে কাছে টেনে নি,সুখ-দুঃখ বিপদে আপদে তাদের পাশে থাকি৷ উড়িষ্যায় চলতে থাকা বাঙালী বিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে ও বাঙালী খেদাও অভিযান বন্ধের দাবিতে ‘আমরা বাঙালী’ সংগঠনের পক্ষ থেকে আমরা উড়িষ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন ও উৎকল ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এই বার্তা পৌঁছে দেওয়া হয়, উড়িষ্যায় একটি বাঙালীকেও বাংলাদেশী তকমা দিয়ে নির্যাতন-বিতাড়ন করা যাবে না৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ প্রমুখ৷