সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯শে মার্চ ওড়িশায় বাণীবিহার উৎকল ইয়ূনিবার্সিটিতে আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনাসভার আয়োজন করে আনন্দমার্গ প্রচারক সংঘের বিদ্বৎ শাখা রেনেসাঁ ইয়ূনিবার্সাল ও উৎকল ইয়ূনির্বার্সিটির সংস্কৃতি বিভাগ৷
সভায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্কৃতি বিভাগের প্রধান ডঃ মনোরঞ্জন সেনাপতি৷ বক্তব্য রাখেন অধ্যাপিকা সবিতা আচার্য, অধ্যাপিকা নবনীতা রথ প্রমুখ৷ আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, নব্যমানবতাবাদ ও সামাজিক অর্থনৈতিক বিষয়ে মননশীল বক্তব্য রাখেন---আচার্য কৈলাশ সারেঙ্গী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত করেন৷