যানজট এড়াতে আকাশপথে উড়বে ড্রোন ট্যাক্সি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

তাড়াহুড়োর মধ্যে আটকে থাকার সময় অনেকেরই মনে হয়, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তে গন্তব্যে পৌঁছে দিতে পারত, কী যে ভাল হত! এমন ভাবনা এখন একেবারেই অবাস্তব নয়৷ কারণ খুব শিগগির বাজারে আসছে উড়ন্ত ট্যাক্সি৷ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার মতো জার্র্মনির ‘ভোলোকপ্ঢার’ সংস্থাও সেরে ফেলল তারে তৈরী উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক অভিযান৷  যা দেখতে অনেকটত্রা ড্রোনের মতো

গত বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের বাইরে সেই ট্যাক্সির ওড়ানোর পর প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হল, ২০২৪ সাল থেকেই শুরু হয়ে যাবে এই পরিষেবা৷ যে সময়ে ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে৷ সেই লক্ষ্যে আগামী ১৮ মাসে এই উড়ন্ত ট্যাক্সির জন্য শংসাপত্র জোগাড়ের কাজ করবে৷ সংস্থা এ ছাড়াও পরিকাঠামোগত দিক থেকে ওই যানে কিছু বদলও আনা হতে পারে বলে জানিয়েছেন সংস্থার  সিইও ডার্ক হোক৷

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ওই উড়ন্ত ট্যাক্সিতে আপাতত দু’জন যাত্রী বসতে পারবেন৷ বিমান ও হেলিকপ্ঢারের সঙ্গে এই যানটির পার্থক্য হল, ওঠানাম করতে খুবই অল্প জায়গার দরকার হয় এই ট্যাক্সির৷ ফলে  শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া অনেক বেশি সহজ হবে৷ প্রসঙ্গত, গত মাসেই চিনের গুয়াংঝাউয়ের  একটি সংস্থাও দুবাইয়ের আকাশে তাদের উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ভাবে উড়িয়েছে৷ ২০২১ সাল থেকেই এই ‘ইভিটিওএল’ যানটি নিয়ে গবেষণা চালাচ্ছিল সংস্থাটি৷