সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের লক্ষ্যে আনন্দনগরে ৮ থেকে ১২ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত পাঁচদিনব্যাপী ‘যৌগিক চিকিৎসা ও দ্রব্যগুণ শিবির’-এর আয়োজন করা হয়৷ শিবিরটি আয়োজিত হয় জনসাধারণকে যৌগিক চিকিৎসা, আসন-মুদ্রা ও প্রাকৃতিক দ্রব্যগুণ সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে৷
চিকিৎসা বিজ্ঞানের এই বিকল্প ধারায় বাহ্যিক বা অভ্যন্তরীণ ঔষধ ব্যবহারের পাশাপাশি যৌগিক আসন-মুদ্রা ও প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রোগগ্রস্ত দেহযন্ত্রকে নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়৷ বিনা ব্যয়ে বা স্বল্প ব্যয়ে সহজলভ্য জড়িবুটি ও গাছগাছড়ার ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোও কর্মশালার অন্যতম লক্ষ্য৷
এই শিবিরে ভারতবর্ষের ১৫টি রাজ্য থেকে বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ও বৈদ্যগণ অংশগ্রহণ করেন, যা শিবিরটির গুরুত্ব ও সাফল্যকে আরও সমৃদ্ধ করে তোলে৷