যক্ষ্মায় আক্রান্ত রোগী সবচেয়ে বেশি ভারতে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

তথ্য বলছে, এ যাবৎ ২০২২ সালেই যক্ষ্মা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ আর এ বার সেই তালিকায় ভারতই প্রথম৷ রিপোর্টে আরও জানা যাচ্ছে, ৩০টি দেশে ৮৭ শতাংশ রোগীর খোঁজ মিলেছে৷

২০২২ সালে যক্ষ্মা আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বের মধ্যে সর্র্বেচ্চ৷ ১৯২টি দেশের  মধ্যে চালানো সমীক্ষার ভিত্তিতে তৈরি এই রিপোর্টে দেখা গিয়েছে, ওই এক বছরে বিশ্বে মোট ৭৫ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন৷ যার মধ্যে প্রায় ২৮.২ লক্ষ অর্থাৎ প্রায় ২৭শতাংশ রোগীই ভারতের৷

১৯৯৫ সালে এই সমীক্ষা চালু করেছিল ‘হু’৷ তথ্য বলছে এ যাবৎ ২০২২ সালেই যক্ষ্মা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ আর এবার সেই তালিকায় ভারতই প্রথম৷ রিপোর্টে আরও জানা যাচ্ছে, ৩০টি দেশে ৮৭ শতাংশ রোগীর খোঁজ মিলেছে৷ তার মধ্যে প্রথম আটটি দেশ হল  ভারত, ইন্দোনেশিয়া (১০ শতাংশ), চিন (৭.১শতাংশ), ফিলিপিন্স (৭শতাংশ), পাকিস্তান (৫.৭ শতাংশ), নাইজেরিয়া (৪.৫ শতাংশ), বাংলাদেশ (৩.৬ শতাংশ) ও কঙ্গো (৩ শতাংশ)৷

ভারতে আক্রান্ত ২৮ লক্ষ রোগীর মধ্যে সঙ্কটজনক রোগী রয়েছে ১২ শতাংশ৷ ‘হু’ এর কর্র্তরা জানান ---ভারতে গত বছরে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার যক্ষ্মারোগীর মৃত্যু হয়েছে৷ যার মধ্যে ১১ হাজার এই আইভি আক্রান্ত ছিলেন৷