যোগ দিবসে আনন্দমার্গকে আমন্ত্রণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে অসম সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ডাইরেক্টর আনন্দমার্গ প্রচারক সংঘের গুয়াহাটি শাখাকে আমন্ত্রণ জানায় যোগ প্রশিক্ষণ দেওয়ারজন্যে৷ আনন্দমার্গের কয়েকজন প্রতিনিধি জনকল্যাণ দপ্তরে গিয়ে প্রায় দুশো জনকে যোগাসন প্রশিক্ষণ দেয়৷ আনন্দমার্গের  যোগ আসন প্রশিক্ষণের পদ্ধতি দেখে অফিসার মহল অভিভূত হয়ে যান৷ তারা খুব শীঘ্রই আনন্দমার্গ গুয়াহাটি আশ্রম পরিদর্শনে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন৷ ঐ প্রশিক্ষণ শিবিরে তাণ্ডব ও কৌষিকী নৃত্য প্রদর্শন করে দেখানো হয়৷

গুয়াহাটি এল.সি.বি কলেজেও  আনন্দমার্গের পক্ষ থেকে যোগ দিবসে যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়৷ কলেজের শিক্ষক, এন.সি.সি ও এন.এস.এস শিক্ষানবিশরা আনন্দমার্গের যোগ প্রশিক্ষণে বিশেষ আগ্রহ দেখায়৷ বিশেষ করে তাণ্ডব ও কৌষিকীর প্রতি অধিক আগ্রহ প্রকাশ করে৷