ব্যাঙ্গালোর ঃ ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে মনস্তত্ব বিভাগ গত ১২ই জুলাই যোগ ও মনস্তত্বে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভাগীয় অডিটোরিয়ামে৷ আলোচনা সভার সভাপতি ছিলেন অধ্যাপক এম.সি নিবাস৷ আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত যোগ ও মনস্তত্বে আনন্দমূর্ত্তিজীর অবদান নিয়ে মূল্যবান আলোচনা করেন৷ তিনি মনস্তত্বের চারটি শাখা জেনারেল সাইকোলজি, প্যারা সাইকোলজি,বায়ো-সাইকোলজি ও এ্যাপেক্স সাইকোলজি বিষয়ে বিস্তারিত বলেন৷
তিনি মানবদেহের বিভিন্ন চক্রের সঙ্গে মনস্তত্বের সম্পর্ক ও যোগের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন---যোগমনস্তত্বের চারটি স্তর মূলাধার থেকে মনিপুর চক্র, মনিপুর থেকে বিশুদ্ধচক্র, বিশুদ্ধ থেকে আজ্ঞাচক্র ও আজ্ঞাচক্রের ওপরে যোগের প্রভাব৷
গত ১১ই জুলাই ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে মানব চেতনা ও যোগবিজ্ঞান বিভাগ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে যোগ ও আসনের ওপর৷