যোগ সাধনা ও দর্শন বিষয়ে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঃ গত ৭,৮ ও ৯ই জুলাই দিল্লির মালভিয়া নগরে প্রাউট ভবনে যোগ সাধনা দর্শন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় আলোচ্য বিষয় ছিল ভাগবত ধর্ম, সাফল্য লাভের মূলীভূত কারণ, মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব ও দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ ও গণতন্ত্র৷ তিন দিনের এই আলোচনায় প্রশিক্ষক ছিলেন আচার্য সন্তোষানন্দ অবধূত, আচার্য প্রেমেন্দ্রানন্দ অবধূত ও আচার্য দেবাত্মানন্দ অবধূত৷

শতাধিক আনন্দমার্গী ভাইবোনের উপস্থিতিতে ও দিল্লি রিজিয়ানের আর এস আচার্য রুদ্রাশিষানন্দ অবধূত, আর এস এল অবধূতিকা আনন্দসরিতা আচার্যা, অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা, আনন্দ কর্মব্রতা আচার্যা, ভুক্তি প্রধান অনিতা, দিলীপ বেউরা, তপন বিশ্বাস প্রমুখের অক্লান্ত প্রচেষ্টায় আলোচনা সভা সার্থক হয়ে ওঠে৷ কেরলের ত্রিচুর আনন্দমার্গ আশ্রমে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত, ভুবনেশ্বর ডায়োসিসের ঢেঙ্কানলে অনুষ্ঠিত আলোচনায় প্রশিক্ষক ছিলেন আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত৷