যোগ শিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আলঙ্গিরি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের অন্তর্গত এক বর্ধিষ্ণু গ্রাম৷  এই গ্রামে ‘গ্রাম্য পাঠশালা’ নামে একটি বেশ বড় কোচিং সেন্টার রয়েছে৷ আনন্দমার্গের একনিষ্ঠ কর্মী শ্রীমান সৌমিত্র পালের উদ্যোগে এখানে গত ৭ই ডিসেম্বর একটি যোগ শিবিবের আয়োজন করা হয়৷ এতে অংশগ্রহণ করেন সেই সেন্টারের ৪৫ জন ছাত্র-ছাত্রা, ৪জন শিক্ষক ও কিছু শুভানুধ্যায়ী৷ অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় ও শেষ হয় সকাল এগারোটায়৷ কোচিং সেন্টারের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত  আদিত্য সাঁতবার আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সমাপন হয়৷ এই অনুষ্ঠানে যোগ সম্পর্কে তত্ত্বগত আলোচনা ও তৎসহ কিছু আসন ও তাণ্ডব-কৌশীকি শেখান বিভাংশু মাইতি৷

অনুষ্ঠান সকলেরই মনে ধরে৷ বিশেষ করে তাণ্ডব ও কৌশিকি ছেলেমেয়েরা বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে ও বার বার শেখানোর জন্যে আগ্রহ দেখায়৷ স্থির হয়, মাসে অন্ততঃ দু’টো ক্লাস এইভাবে চালিয়ে যাওয়া হবে ও আশে পাশের গ্রামের কোচিং সেন্টারেও এই ধরণের  অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ অনেকেই আনন্দমার্গের যোগ সাধনা শেখার জন্যেও আগ্রহী, পরবর্তী সময়ে সেই আশাও তাঁদের পূরণ হবে৷ পরবর্তী অনুষ্ঠানটি হবে ২১.১২.২০২০, সোমবার৷ শ্রীমান সৌমিত্র পালকে সর্বপ্রকারে সাহায্যে করেন এগরা ব্লকের উপভুক্তি প্রমুখ শ্রী অমিতাভ মাইতি৷