যুব বিশ্বকাপ ফাইনালে ভারতীয় যুব খেলোয়াড় রবি বিষ্ণোইদের আচরণে অসন্তুষ্ট শচীন!

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পোচেস্ট্রমের ফাইনাল ছিল চড়া মেজাজের৷ প্রথম বল থেকেই দু’ দেশের ক্রিকেটাররা স্লেজিং শুরু করে দিয়েছিলেন৷ ম্যাচের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ বাংলাদেশের ক্রিকেটাররা ডাগ আউট ছেড়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন৷ ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দু’দেশের ক্রিকেটাররা৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুব বিশ্বকাপ ফাইনাল নিয়ে হতাশ ‘মাস্টার ব্লাস্টার’৷ তিনি বলেন--- ‘একজনকে শেখানোর চেষ্টা করাই যায়৷ কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি সেই শিক্ষা কীভাবে নেবে, তা তার উপরেই নির্ভর করে৷ কঠিন মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়৷ ভুলে গেলে চলবে না, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে তোমার দিকে৷ আগ্রাসী হওয়া উচিত, কিন্তু তার জন্য খারাপ ভাষা প্রয়োগ করার দরকার নেই৷’’

নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে শচীন কোনোদিন মাঠের ঝামেলায় জড়ান নি৷ শচীন আরো বলেন--- ‘‘ ব্যাট বা বল করার সময় আগ্রাসন দেখাতেই পারো, কিন্তু তা যেন কখনও দলের বিরুদ্ধে না যায়৷ ম্যাচ জিততে সবাই চায়৷ তাই যুব বিশ্বকাপ ফাইনালের শেষে রবির আচরণে শচীন খুব অসন্তুষ্ট হয়েছেন, তার  মতে আগ্রাসন দেখানোর জন্য খারাপ ভাষা প্রয়োগ করার দরকার নেই৷