মহিলা হিসেবে তো বেেটই পুরুষদের কাছেও বায়ুসেনার যুদ্ধ বিমান চালানো একটা স্বপ্ণের৷ প্রতিভা, সাহস আর প্রবল ইচ্ছাশক্তিকে পাথেয় করে ভারতের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার অবনী চতুর্বেদী সেই স্বপ্ণ পূরণ করলেন৷ একাই মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পৃথিবীর মাটি ছেড়ে আকাশে উড়ে গেলেন৷ আর সফলভাবে ফিরেও এলেন৷ অবনীর এই সাফল্যে প্রত্যেক ভারতবাসী গর্বিত৷ তাঁর এই সাফল্য প্রতিটি মহিলাকে অনুপ্রাণিত করবে৷
আগামী ৮ই মার্চ ‘বিশ্ব নারী দিবস’৷ এর প্রাক্কালে এই সংবাদ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ অজেকের সমাজে মহিলাদের প্রতি নানানভাবে অবহেলা, কন্যা ভ্রূণ হত্যা বা মেয়েদের লেখাপড়ার ব্যাপারে উদাসীনতা, উপযুক্ত বয়সের আগেই বিবাহ দেওয়া, পণের জন্যে বিবাহিত নারীদের ওপর অত্যাচার এমনকি খুনের ঘটনাও ঘটে চলেছে৷ সর্বক্ষেত্রে নানার অসুবিধাকে হেলায় দূরে সরিয়ে রেখে যে সমাজে নিজস্ব প্রতিভা নিয়ে সম্মানের সঙ্গে দুর্দম গতিতে এগিয়ে চলা যায় তারই উদাহরণ রাখলেন অবনী চতুর্বেদী৷