যুদ্ধে যাওয়ার ভয়ে রাশিয়া ছাড়ার হিড়িক

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোষনা করেছেন--- সামরিক অভিজ্ঞতা থাকা অন্তত তিন লক্ষ রুশ জনতাকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হবে৷ বিশেসজ্ঞদের ব্যাখ্যা, হাত বা পা ভাঙ্গা থাকলে তাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করতে পারবে না সরকার৷ সেই আশাতেই ইন্টারনেট সার্চ করে কি করে নিজেদের হাত-পা ভাঙ্গা যায় রুশ জনতার অনেকেই সেই চেষ্টা চালাচ্ছে৷

আর যারা সেটা করতে চাইবেন না, তারা তড়িঘড়ি বিমানের টিকিট কেটে রাশিয়া ছেড়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান ও কাজাখাস্তানে চলে যাওয়ার চেষ্টা করছেন৷ ইতোমধ্যে ওইসব দেশে যাওয়ার বিমানের সব টিকিট শেষ৷

রাশিয়ায় মার্শাল ‘ল’ কার্যকর হলে ১৮-৫০ বৎসর বয়সি সক্ষম কোন লোককে দেশ ছাড়তে দেওয়া হবে না---এই আশংকাতেই তড়িঘড়ি রাশিয়া ছাড়ার হিড়িক৷