যদি জানতো
ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় শত কষ্ট যন্ত্রণা অপমানের কাছে হেরে যাননি বলেই আজ ইতিহাসে তিনি বিদ্যাসাগর---করুণার সাগর৷ যদি জানতো ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে নিজের সুখ সুবিধা প্রতিষ্ঠার চিন্তাকে বিসর্জন দিয়ে কত অপমান লাঞ্ছনা মেনে কষ্ট-স্বীকার মেনে নিয়ে, জাপানের মাটি থেকে ৬০,০০০ -এর এক সৈন্যদল বানিয়ে ব্রিটিশের বিরুদ্ধে ভয়ংকর যুদ্ধ করলেন, ৪০,০০০ সৈন্য মারা গেল, বাধ্য হয়ে তিনি পিছু হঠলেন আর পরোক্ষে সেই বাঘেরই এক থাপ্পড় খেয়ে ইংরেজ পালালো ভারত ছেড়ে---তাঁর নাম নেতাজী সুভাষ৷ যদি জানতো বিশ্ব বিখ্যাত যন্ত্র শিল্পী আলি আকবর ও রবি শংকরের গুরু বাবা আলাউদ্দিন ছেলেবেলা থেকেই শুধুমাত্র যন্ত্র বাজ