October 2018

আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

আনন্দনগর ঃ গত ২রা সেপ্টেম্বর চিৎমু গ্রামে ভূখল গড়াঞ-এর পরলোকগতা মাতৃদেবীর শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ তপঃশীলা আচার্যা৷

বর্ধমান ঃ গত ১৬ই সেপ্টেম্বর বর্ধমান জেলার রায়ান গ্রামে শ্রীযোগেশ চন্দ্র দাসের মাতা শ্রীমতী গীতারাণী দাসের আনন্দমার্গ চর্যচর্য বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান পালন করা হয়৷ কোনও প্রকার বাহ্যিক আড়ম্বর ছাড়াই ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়৷ গ্রামবাসীরা সকলেই এই প্রথার প্রশংসা করে৷ শ্রাদ্ধানুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য শুভধ্যানানন্দ অবধূত৷

কেওনঝড়ে মহিলাদের প্রশিক্ষণ শিবির

ওড়িশা ঃ গার্লর্স্ ভলেণ্টিয়ার্সের পক্ষ থেকে ওড়িশার কেওনঝড়ে ২১ ও ২২শে সেপ্টেম্বর দু’দিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ মহিলাদের কীভাবে আত্মরক্ষা করতে সে বিষয়ে প্রশিক্ষণ দেন অবধূতিকা আনন্দগুণময়া আচার্যা৷ এছাড়াও অষ্টাঙ্গিক যোগ সাধনা শিক্ষা দান করা হয়৷ প্রশিক্ষণ শিবিরে প্রায় ২০০ জন শিক্ষার্থী উপস্থিত থেকে প্রশিক্ষণ নেন৷ এই শিবিরটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দন্বেষা আচার্যা৷

 

আনন্দমার্গ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘাটাল ঃ গত ২৭শে সেপ্টেম্বর ঘাটাল আনন্দমার্গ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান টাউন হলে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রসাদ পাঠক ব্যানার্জী, ঘাটাল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিভূ ঘোষ, বিশিষ্ট আনন্দমার্গী নিমাই চন্দ্র সামন্ত ও আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ স্কুলের কচিকাচারা ছড়া, রাইমস্ ইত্যাদি প্রদর্শন করে ও দর্শকরা তাদের উৎসাহিত করেন৷ অনুষ্ঠানের মূল আকর্ষণ শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের গল্প অবলম্বনে ‘ভোরের পাখী’ নাটকটি সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়৷ সবশেষে সকলকে ধুন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷

আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আরামবাগ, হুগলী ঃ গত ২রা অক্টোবর আরামবাগের ইন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমক পূর্ণ ভাবে স্থানীয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল৷ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত, প্রধান অতিথি ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান শ্রীস্বপন নন্দী, বিশেষ অতিথি ছিলেন অবধূতিকা আনন্দবিমোহা আচার্যা৷ অনুষ্ঠানে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দবিমোহা আচার্যা৷ অনুষ্ঠানে স্কুলের ছোট ছোট শিশুরা কবিতা, গান, ছড়া প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মোহিত করে৷ দর্শকরাও হাততালি দিয়ে শিশুদের উৎসাহিত করে অনুষ্ঠানট

আনন্দমার্গের পক্ষ থেকে বৃক্ষরোপণের উদ্দেশ্যে চারা বিতরণ

ঝাড়গ্রাম ঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে গত ২৩শে সেপ্টেম্বর আনন্দমার্গের ‘পিক্যাপ’-এর পক্ষ থেকে গ্রামের ৮০টি পরিবারের মধ্যে আম, সবেদা, পেয়ারা, নেবু ইত্যাদির চারা বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আচার্য কল্পনাথানন্দ অবধূত, স্থানীয় পঞ্চায়েৎ সদস্য আশীষ দে, রবীন্দ্রনাথ বেরা প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ও পরিচালনা করেন সজল সেনাপতি৷ প্রসঙ্গত উল্লেখ্য যে আনন্দমার্গের ‘পিক্যাপ’  Prevention of cruelty to animals and plants) সংঘটনটি নব্যমানবতাবাদ তত্ত্বের ওপর আধারিত একটি সংঘটন৷

আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে গত ২৩ সেপ্টেম্বর রাওয়া পরিচালিত  প্রভাতসঙ্গীত অবলম্বনে ২০১৮ সালের সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল

একক সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতায় নবরত্নদের নাম দেওয়া হ’ল এদের মধ্যে প্রথম (রাওয়া রত্ন), দ্বিতীয় (ত্রিরত্ন) ও তৃতীয় (ত্রিরত্ন) স্থানাধিকারীর নামও উল্লেখ করা হ’ল

প্রভাত–সঙ্গীত প্ত বিভাগ–ক (১০ বছর পর্যন্ত)

১) ঐশিকা বৈদ্য (ইসলামপুর), ১ম (রাওয়া–রত্ন)

২) সোমালি গড়াই (কাটোয়া) ২য় (ত্রিরত্ন)

৩) শ্রেয়া রক্ষিত (দুর্লভপুর), ৩য় (ত্রিরত্ন)

৪) শুভশ্রী রুদ্র (পাঁশকুড়া, মেদিনীপুর)

৫) অস্মিত কুমার করণ (রামনগর, পূর্ব মেদিনীপুর)

৬) অঙ্কিতা বর্মণ (ফালাকাটা, আলিপুরদুয়ার)

৭) মৃগাক্ষী বাগচী (গুয়াহাটী, অসম)

আনন্দমার্গের মহিলা কল্যাণ বিভাগের সম্মেলন

গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কলকাতায় আনন্দমার্গের মহিলা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হ’ল৷ আনন্দমার্গ এক আদর্শ মানব সমাজ গড়তে চায়৷ এই আদর্শ মানব সমাজ রচনায় মহিলাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আনন্দমার্গের   সাধনা, শিক্ষা, সেবা ও ত্রাণ বিভাগের বিভিন্ন কর্মসূচীর রূপায়ণের মাধ্যমে কীভাবে মহিলাদের সমাজসেবা কাজের দায়িত্ব নিতে হবে --- মূলতঃ এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্যেই এই সম্মেলনের আয়োজন৷

এই সম্মেলনে প্রধানতঃ কলকাতা ডায়োসিস, ব্যারাকপুর ডায়োসিস ও হুগলি ডায়োসিস থেকে প্রায় শতাধিক মহিলারা যোগদান করেছিলেন৷

আনন্দনগরের প্রভাত সঙ্গীত দিবস উদ্যাপন

আনন্দনগরবাসীর প্রাত্যহিক জীবনে-প্রভাতসঙ্গীত হ’ল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়৷ কিন্তু ১৪ই সেপ্টেম্বরের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে চলেছে৷ শিশু সদনের ছেলেমেয়েরা সেদিন গুরুদেবের চরণে প্রভাত সঙ্গীতাঞ্জলী অর্ঘ্য দিয়ে থাকে৷ প্রাইমারী স্কুলের ছাত্র শিক্ষক সবাই মিলেও আন্তরিকতার সঙ্গে প্রভাত সঙ্গীত পরিবেশন করে’ নিজেরাই যে শুধু আনন্দ পায় তা নয় তার তরঙ্গ অভিভাবকদেরও মুগ্দ করে দেয়৷

মেদিনীপুর আনন্দমার্গ স্কুলে কৌশিকীনৃত্য প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

মেদিনীপুর মেদিনীপুর শহরের কেরানিতলায় অবস্থিত আনন্দমার্গ স্কুলে গত ৬ই সেপ্টেম্বর,২০১৮ (বৃহস্পতিবার) কৌশিকী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রথমে বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রাদের মধ্যে ও পরে অভিভাবিকাদের মধ্যে এই প্রতিযোগিতা তৃতীয় ও চতুর্থশ্রেণীর ছাত্রছাত্রাদের মধ্যে ও পরে অভিভাবিকাদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতার পূর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রারা সমবেতভাবে ‘প্রভাত সঙ্গীত’ পরিবেশন করে৷ এরপরে প্রতিযোগিতা শুরু হয়৷ ৩৬জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করে যথাক্রমে সোহন মোদক, অর্পিতা পাত্র ও সমীর মল্লিক৷ অভিভাবিকাদের মধ্যে সেরা তিনজনকে বেছে নেওয়

আনন্দনগরে কৌশিকী দিবস উদ্যাপন

গত ৬ই সেপ্টেম্বর কৌশিকী দিবস উপলক্ষ্যে ৬দিন ব্যপী আনন্দনগরের বিভিন্ন গ্রামে ছাত্র ছাত্রাদের কৌশিকী নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়৷ আনন্দমার্গ সুকল-কলেজেও ওইদিন কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয় ও কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়৷ গ্রামে গ্রামে মার্গী ভাই বোনেদের মধ্যেও কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয়৷

চিতমু, খটঙ্গা, পুন্দাগ,পটনঝুড়ি, গুড়িডিহি প্রভৃতি গ্রামে এধরণের প্রতিযোগিতায় হয়৷ আনন্দমার্গ শিশুসদনের ছেলে মেয়েরা এই নৃত্যে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়৷