ত্রিপুরায় ‘আমরা বাঙালী’র প্রতিবাদ মিছিলে বিজেপির হামলা
অসমে নিরীহ ৫ জন বাঙালী গণহত্যা, এন.আর .সির নামে প্রায় ৪০ লক্ষ বাঙালীকে বিদেশী ঘোষিত চক্রান্ত ও ডিটেনশন ক্যাম্পে বাঙালীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সারা ত্রিপুরা জুড়ে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়৷ গত ২রা নবেম্বর অসমে বাঙালী গণহত্যার পরের দিনই ত্রিপুরার খোয়াইতে অসমের বাঙালী গণহত্যার প্রতিবাদ জানিয়ে রঞ্জু দেবনাথের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়৷ এই বিক্ষোভ মিছিলের ওপর আই.পি.এফ.টি ও বিজেপির কর্মীরা হামলা চালায়৷ তাতে রঞ্জু দেবনাথ আহত হন৷ রঞ্জু দেবনাথ খোয়াই হাসপাতালে এখন চিকিৎসাধীন৷