ঝুলি থেকে বিড়াল বের হ’ল: হিন্দী-সাম্রাজ্যবাদের আগ্রাসন
কেন্দ্রে মোদী সরকার মাত্র ৩০শে মে শপথ গ্রহণ করল৷ ৩১শে মে রমেশ পোখরিয়াল নিশঙ্ক মানব সম্পদ উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই জানা গেল তাঁর হাতে এরই মধ্যে এই সরকারের নূতন শিক্ষানীতির খসড়া জমা পড়ে গেছে, যাতে বলা হয়েছে দেশের সমস্ত স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দী শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে৷ এ খবর পাওয়া মাত্র তামিলনাড়ুর এ.ডি.এম.কে সরকারের শিক্ষামন্ত্রী সেঙ্গোওয়াইয়াল জানিয়েছেন, তাঁরা কেন্দ্রের এই সিদ্ধান্ত মানবেন না৷ ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে৷ দক্ষিণের অন্যান্য অহিন্দীভাষী রাজ্যেও বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে গেছে৷ পশ্চিম বাঙলাতে