বাঙলার ইতিহাসে রাখী-বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্য
ধর্মীয় উৎসব ছাড়াও বাঙলার ইতিহাসে রাখী-বন্ধন উৎসব এক বিশেষ তাৎপর্য বহন করে ব্রিটিশ আমলে ১৯০৫ সালে যখন বাঙ্লার গভর্ণর জেনার্যাল বাঙ্লাকে দুভাগে বিভক্ত করার কথা ঘোষণা করেছিলেন, তখন তার বিরুদ্ধে বাঙ্লায় বিদ্রোহ দেখা দিয়েছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালী ঐক্য প্রতিষ্ঠার জন্যে সংক্লল্প গ্রহণের মাধ্যমে হিসেবে রাখীবন্ধন উৎসবের সূচনা করেছিলেন তখন হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই পরস্পর রাখী পরিয়ে বাঙালী ঐক্যের শপথ নিয়েছিলেন।
- Read more about বাঙলার ইতিহাসে রাখী-বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্য
- Log in to post comments