সংবিধান ও গণতন্ত্রের প্রতি আণুগত্যের অভাব
এই প্রতিবেদনটি লিখতে বসে বার বার যাঁদের কথা স্মরণে আসছে তাঁরা হলেন রাশিয়ার প্রাক্তন দু’জন দেশ নেতা ও শাসক৷ তাঁদের নাম মাননীয় ক্রশ্চেভ ও বুলগ্যানিন৷ তাঁরা ভারতে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন৷ গত শতাব্দীর ছয় দশকের প্রথম দিকে৷ তাঁরা বলেছিলেন দেশ স্বাধীন করতে আমাদের সন্তানদের হারিয়েছি৷ আজ বড়ো কষ্ট হয়৷ আমাদের নেতারা জন্মভূমিকে ইংরেজের সঙ্গে বোঝাপড়া করে সাম্প্রদায়িকতার ভিত্তি ভাগ করে শাসন ক্ষমতা কায়েম করেন৷ কংগ্রেস জওহরলাল নেতৃত্বে মুসলীমলীগ জিন্না সাহেবের নেতৃত্বে হিন্দুস্তান ও পাকিস্তান এর শাসন ক্ষমতা লাভ করে৷ এইভাবে দেশ ভাগের তেমন বিরোধিতা হয়েছিল বলে শোনাই যায় না৷ কমিউনিষ্ট দল তখন আন্দোলন করেনি কা
- Read more about সংবিধান ও গণতন্ত্রের প্রতি আণুগত্যের অভাব
- Log in to post comments