April 2022

পোর্টব্লেয়ার সেমিনারে

গত ২৭ ও ২৮শে মার্চ পোর্টব্লেয়ার ডায়োসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হয় ডিগলিপুর আনন্দমার্গ স্কুলে৷ দুইদিনের এই সেমিনারে এই সেমিনারের প্রশিক্ষক ছিলেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনে সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচনার আধ্যাত্মিক বিষয় ছিল---‘সাধনা, অভিধ্যান ও কীর্ত্তন’ ও প্রকৃত গুরু কে৷ সামাজিক অর্থনৈতিক বিষয় ছিল---সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি, ন্যুনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ-সুবিধা৷ বিষয়গুলির ওপর মূল্যবান ও তথ্য সমৃদ্ধ আলোচনায় উপস্থিত সকলে সমৃদ্ধ হয়েছেন৷ দ্বীপপুঞ্জের মার্গী ভাইবোনেরা সেমিনারে উপস্থিত ছিলেন৷

 

অখণ্ড কীর্ত্তন

গত ২৫শে মার্চ পূর্বমেদিনীপুরজেলার্ বিশিষ্টআনন্দমার্গী শ্রী বাসুদেব প্রামানিকের বাড়িতে তিনঘন্টা অখণ্ড ‘াা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

 

আনন্দমার্গের সেমিনার

কাঁথি ঃ গত ২০শে মার্চ পূর্বমেদিনীপুর জেলায় কাঁথি ব্লকস্তরের সেমিনার অনুষ্ঠিত হয় কাঁথি আনন্দমার্গ স্কুলে৷ উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ স্থানীয় প্রায় ৫০জন মার্গী ভাইবোন সেমিনারে উপস্থিত ছিলেন৷

 

আনন্দনগরে দধিচি দিবস পালন

৫ই মার্চ সারাবিশ্বে  আনন্দমার্গের প্রতিটি ইয়ূনিটে দধিচী দিবস পালিত হয়৷ ১৯৬৭ সালের ৫ই মার্চ আনন্দমার্গকে ধবংস করতে তৎকালীন শাসকদল কম্যুনিষ্টপার্টির মদতপুষ্ট গুণ্ডা বাহিনী আনন্দনগর আক্রমন করে ও নির্মমভাবে পাঁচজন সন্ন্যাসীকে হত্যা করে৷ দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সেই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অপরাধে স্থানীয় জয়পুর ব্লকের বিডিও অশোক চক্রবর্তী সহ ১৮ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়৷ বেশ কয়েক জনের যাবজ্জীবন কারাদণ্ডও হয়৷ আনন্দনগর প্রতিষ্ঠায় আত্মনিবেদন করে প্রথম যে পাঁচজন আত্মবলিদান করেন তাঁরা হলেন---আচার্য অভেদানন্দ অবধূত, আচার্য সচ্চিদানন্দ অবধূত৷ আচার্য অবোধ কুমার ব্রহ্মচারী, আচার্য প্রবোধ কুমা

আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

চিৎমু ঃ গত ১২ ও ১৩ই মার্চ আনন্দনগর সংলগ্ণ চিতমু গ্রামে নমোপাড়া ধর্মচক্র ইয়ূনিটে ২৪ ঘন্টা অখণ্ড ‘াা নাম কেবলম্‌’ নাম সংকীর্তন অনুষ্ঠিত  হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবা তত্ত্বসভা ও সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ১২ই মার্চ দুপুর বারটায় কীর্ত্তন শুরু হয় ও ১৩ই মার্চ ১২টায় সমাপ্ত হয়৷ ১৩ই মার্চ সকাল ৮টা নগর কীর্ত্তন গ্রাম পরিক্রমা করে৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে চিৎমু হরিপরিমণ্ডল গোষ্ঠী৷

শ্যামপুর ঃ গত ৬ই মার্চ আনন্দনগর শ্যামপুর গ্রামে বিশিষ্টমার্গী শ্রী মহিতোষ মাহাতর বাসভবনে তিনঘন্টা ‘‘াা নাম কেবলম্‌’’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

আনন্দনগরে বসন্ত উৎসব

গত ১৮ই মার্চ আনন্দনগরে দধিচী হষ্টেলে বসন্ত উৎসব উপলক্ষ্যে ছয় ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় ও বসন্ত উৎসবের তাৎপর্য আলোচনা করা হয়৷ এরপর মার্গ গুরুদেবের প্রতিকৃতিতে আবির অর্পন করা হয়৷ এরপর ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার পর সকলে আবির খেলায় মেতে ওঠে৷ কলিকাতা ভি.আই.পি নগর আশ্রমসহ প্রতিটি ইয়ূনিটে বসন্ত উৎসব পালিত হয়৷

 

মার্গীয় বিধিতে বিবাহ

গত ৬ই মার্চ আনন্দনগর পুন্দাগ বাজার নিবাসী শ্রী হরিপদ গরাঞ ও শ্রীমতি শেফালী গরাঞ এর কনিষ্ঠা কন্যা কল্যাণীয়া প্রিয়াঙ্কার সহিত পুরুলিয়া জেলার আড়ষা বেলাডি নিবাসী শ্রী মথুর গরাঞ ও শ্রীমতি অম্বিকা গরাঞ-এর প্রথম পুত্র কল্যাণীয়া বাবুলালের শুভবিবাহ আনন্দমার্গে চর্যাচর্য অনুযায়ী আধ্যাত্মিক পরিমণ্ডলে সুসম্পন্ন হয়৷ এই বিবাহে পাত্রপক্ষে আচার্য মোহনানন্দ অবধূত ও পাত্রী পক্ষে অবধূতিকা আনন্দ অনুময়া আচার্যা পৌরহিত্য করেন৷

 

গায়ে মাখা সাবান বিতরণ

গত ২৬শে মার্চ আনন্দমার্গ ইন্ডাস্ট্রি বিভাগের তৈরী হলুদের রসমিশ্রিত উদ্ভিদ গায়ে মাখা সাবান বি ক্লিন ডামরুঘুটু আনন্দমার্গ প্রাইমারী স্কুল ও আনন্দমার্গ গার্লস হাইস্কুল উমানিবাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়৷

 

আনন্দনগরে পর্যটক

গত ১২ই মার্চ কলিকাতা ও হুগলী জেলার চারটি পর্যটক দল আনন্দনগর ভ্রমণে যান৷ আনন্দনগরের প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ শান্ত পরিবেশ ও আনন্দমার্গের বহুমুখী উন্নয়ন ও সেবামূলক কাজ ভ্রমণার্থীদের মুগ্দ করে৷ তাঁরা ১৯শে মার্চ পর্যন্ত আনন্দনগরে ছিলেন৷ কেরল, গুয়াহাটী,আন্দামান ও হাওড়া থেকে আনন্দমার্গীদের একটি দল আনন্দনগর পরিদর্শনে আসেন৷ ৩০শে মার্চ পর্যন্ত তাঁরা আনন্দনগরে থেকে আনন্দনগরের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন ও বিভিন্ন সেবামূলক প্রকল্প পরিদর্শন করেন৷

৩০শে মার্চ পুরুলিয়া জয়পুর ব্লকের কৃষি অধিকর্তা সপরিবারে আনন্দনগর পরিদর্শনে আসেন৷

 

জাগৃতি ভবনের জন্যে জমি দান

চিৎমু নিবাসী শ্রীমন্টু গরাঞ চিৎমু গ্যাস গোডাউনের পাশে দুই শতক জমি দান করেন জাগৃতি ভবন বানানোর জন্যে৷ এই জমিতে খুব শীঘ্রই জাগৃতি ভবন নির্মাণের কাজ শুরু হবে৷ এই শুভ উদ্যোগে তিনি সবার সাহায্য পার্থ করেছেন৷