শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত শিক্ষাপদ্ধতি বিজ্ঞান সম্মত ও সার্থক শিক্ষা-ব্যবস্থার চাবিকাঠি
শিক্ষাব্যবস্থায় ও শিক্ষা গ্রহণে যদি ত্রুটি থাকে তাহলে সে শিক্ষায় যাইহোক না কেন প্রকৃত শিক্ষিত মানুষ তৈরী হতে পারে না বা হয়না৷ কথায় আছে মানব জমিন রহিলো পতিত আবাদ করলে ফলতো সোনা’’৷ তারই শিক্ষা বিশেষ করে সুশিক্ষাই হলো সেই সুআবাদ, প্রতিটি মানুষের জীবনে ৷ সেটার দারুণ অভাবের কারণে প্রকৃত শিক্ষিত মানুষ গড়ে ওঠে না৷ সেই কারণে শুধু এদেশে নয় সারা পৃথিবীতে প্রকৃত সুশিক্ষিত মানুষের অভাবে প্রকৃত রাষ্ট্রনায়ক, দেশসেবক ও সুনাগরিকের এমন কি ধর্মমতের জগতে দেখা দিয়েছে দারুণ সংকট৷ শুধু লোভ, হিংসা, ঘৃণা আর অন্ধ কুসংস্কার, অহংকারেই সুন্দর এই পৃথিবীটা শ্মশানে পরিণত হয়ে চলেছে৷