January 2023

উৎসবের উন্মাদনায় বিপন্ন পশুপাখির অস্তিত্ব

আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষ হুল্লোড়ে মাতে৷ অনেক সময় তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়৷ উৎসব অনুষ্ঠানে পশুপাখীরা যে ব্রাত্য, তা আবার একবার প্রমাণিত হল রায়গঞ্জে অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষ্যে৷ কার্ণিভালে জোরালো আলোও শব্দের ভয়ে রায়গঞ্জে বলদ গুঁতিয়ে প্রাণ কেড়ে নিল একজন মানুষের৷ এযেন উৎসবের  দুধে এক ফোঁটা চোনা৷

অনেক সময় দেখা যায় দোল-হোলিতে রঙ দিয়ে রাঙানো হয় পথ কুকুরদের৷ বেচারী কুকুর কয়েকদিন ধরে জিভ দিয়ে নিজের ত্বক পরিস্কার করার অবিরাম চেষ্টা করে থাকে৷ ফলে পেটে যায় রাসায়নিক রঙ৷ অসুস্থ হয়ে পড়ে৷ বছর ভর কুকুরগুলো ভোগে চামড়ার রোগে৷

অন্তরীক্ষ থেকে পৃথিবীতে আছড়ে পড়ল গামারশ্মি

ব্ল্যাকহোলের জন্ম হল৷ তার জেরেই বিস্ফোরন আর সেখান থেকেই নির্গত গামারশ্মির বিকীরণ এসে পড়ল৷ গত ৭ অক্টোবরের এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজিত বিজ্ঞানীরা৷ তাদের মতে, পৃথিবীর কাছে অবস্থিত সাজিটা নক্ষত্রপুঞ্জে হওয়া এই বিস্ফোরণটির স্থায়িত্ব ছিল প্রায় দশঘন্টা৷ আলোর গতিবেগ সম্পন্ন এই রশ্মি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ১৯০ কোটি বছর৷ যা দেখে  বিজ্ঞানীরা হতবাক৷ আর জানা যায় যে নাসার ফার্মিগামা-রে স্পেস টেলিস্কোপ সহ একাধিক স্পেসক্র্যাফট ও অবজারভেটরি কেন্দ্রে এই উচ্চক্ষমতা সম্পন্ন রশ্মি আছড়ে পড়ায় ঘটনাটি ধরা পড়েছে৷

পেনের গায়ে লিখে টুকলি করতে গিয়ে স্পেনের ছাত্র ধৃত

১১টি ডট পন ডেস্কের ওপর পাশাপাশি রাখা আছে৷ প্রতিটি পেনের গায়ে ছোট ছোট হরফে লেখা রয়েছে আইনের নোট৷ স্পেনে অভিনব কায়দায় টুকলি করতে গিয়ে পরীক্ষার হলে হাতে নাতে ধরা পড়েছিলেন আইনের এক ছাত্র৷ নেট দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে এই কীর্ত্তিমানের কাহিনী৷ প্রফেসর ইওলাণ্ডা দি লুচি গত সপ্তাহে আইনের নোট লেখা ওই নীল-সাদা পেনগুলির ছবি টুইট করেছেন৷ নিমেষে তা ভাইরাল হয়ে যায়৷ ফৌজদারী আইনের পেপারের পরীক্ষার জন্য ছাত্রটি কত সময় ব্যয় করে প্লাষ্টিকের স্বচ্ছ পেনগুলির গায়ে মাইক্রোক্যালিগ্রাফির আদলে ওই নোটগুলি লিখেছিলেন, তা ভেবেই অবাক নেট নাগরিকরা৷

চিপ্‌সের প্যাকেটের আদলে দামী ব্যাগ

একনজরে দেখলে চিপসের প্যাকেট বলে ভুল হতে পারে৷ আসলে এটি একটি পার্স৷ লেইসের আলু-চিপসের প্যাকেটের আদলে এমনই ব্যাগ তৈরী করে  চমকে দিয়েছে ব্যালেন্সিয়াগা৷ ছোঁড়া স্নিকার্স, ট্র্যাশ, পাউচের আদলে তৈরী ব্যাগ৷ হাইহিল ক্রকস্‌, জুতোর ফিতের কানের দুল এমনই নানান আজব জিনিস বানিয়ে এর আগে বিশ্বকে চমকে দিয়েছে স্পেনের এই ফ্যাশন সংস্থা৷ এবার পেপসিকো ও ব্যালেন্সিয়াগা--- নামজাদা দুই ব্রাণ্ড মিলে যৌথভাবে নতুন হ্যাণ্ডব্যাগটি তৈরী করেছে৷ সম্প্রতি প্যারিস ফ্যাশন উহকে ম্যাশো তো এই ব্যাগ সামনে আসেন ব্যালেন্সিয়ার ক্রিয়েষ্টিব ডিজাইনার ডেমনা গাভাসালিয়া৷ ব্যাগটি দেখতে ‘লেস চিপসের’ প্যাকেটের মতো৷ দেখতে চিপসের প্যাকেটের মতো

ভাবজড়তার বিরুদ্ধে সংগ্রাম

‘‘কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্ত্তব্যঃ বিনির্ণয়ঃ৷

যুক্তিহীনবিচারে তু ধর্মহানিঃ প্রজায়তে’’৷৷

শাস্ত্রে লেখা আছে, তাই মানতে হবে–এই ধরণের নির্দেশ গ্রহণযোগ্য নয়৷ কারণ, যিনি শাস্ত্র তৈরী করেন তিনি কেমন ধরণের লোক তাও তো দেখতে হবে৷ যিনি যুক্তির দ্বারা পরমপুরুষের মহিমা প্রতিষ্ঠিত করেন তাঁকে মানা যেতে পারে৷ আর যেখানে যুক্তি নেই, কেবল পরমাত্মার দোহাই দিয়ে আপন মতবাদকে প্রচার করতে চায় সেটা গ্রহণযোগ্য নয়৷ কেননা, তাতে মানুষের প্রগতি রুদ্ধ হয়ে যায়, কারণ সেটা নিছক ভাবজড়তা৷ যা যুক্তিবিচারবিবর্জিত ন্প্তপ্তপ্সন্ধন্ন্তুত্র, যা অবিবেকপূর্ণ তেমন কিছু মানলে তাতে ধর্মহানি হয়ে থাকে৷

২১শে অক্টোবর

প্রণবকান্তি দাশগুপ্ত

অরণ্যের মর্মরে আজ

শূন্যতার হাহাকার

আকাশে বাতাসে রুক্ষ্মতা-সাহারার৷

একুশে অক্টোবর অনভিপ্রেত ঘটনা,

তবু তা জানিয়ে দিল

তোমার এই খণ্ড রূপ সত্য না৷

নাই বা রইল অস্থি মাংসের

ক্ষণস্থায়ী রূপ

খণ্ড খণ্ড অসম্পূর্ণ জীবনের স্তূপ৷

তার চেয়ে সর্ব অঙ্গ জুড়ে নেবো

তোমার অস্তিত্বের স্বাদ---

কী আনন্দ, কী আহ্লাদ!

এ ঘর ছেড়ে ও ঘর যাওয়া

ঘাটে ঘটে তরী বাওয়া

নব নব ভূবন পর্যটন

আছো তুমি রূপান্তরে---

মিথ্যা তোমার মরণ---

নয়ত সমাপন৷

আকাশ-বাতাস-পাহাড়-সমুদ্র

মরু অরণ্যময়

বিয়ের ঝামেলা

একজন কর্ষক ছিল৷ সে ছিল দারুণ ঔদরিক ৷ কিন্তু তার দু’পায়ে ছিল গোদ৷ তা সে যাই হোক, সেই কর্ষক গেছল বিয়ে করতে৷ গোদ দেখাদেখি জানাজানি হলে বিয়ে কেঁচে যাবে যে তাই ঔদরিকতার কথা ভেবে তাকে তখন সবসময় ধুতি দিয়ে গোদ ঢ়েকে রাখতে হয়েছে৷ সে কী ৰিড়ম্বনা

কনের অবস্থাও শোচনীয়, কারণ তিনি কানা৷ তাঁকে সব সময় চোখ ঢ়েকে রাখতে হচ্ছে৷ নইলে জানাজানি হয়ে গেলে বিয়ে ভেস্তে যাবে৷ তিনি বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত বাংলা পান দিয়ে মুখ ঢ়েকে রাখছিলেন৷ বিয়ের পর তো আরো সুবিধে৷ ঘোমটা দিয়ে মুখ ঢ়েকে রাখার সুযোগ পাওয়া গেছল৷ ঔদরিক ৰড় উস্খুস করছেন, কারণ তার সমস্ত সংবেদনা আজ ঔদরিকতার ভাবনায় প্রেষিত৷

আপ্তবাক্য

পত্রিকা প্রতিনিধি

‘‘যারা কেবল উদর-উপস্থ-জীবী অন্যের সাথে  কেবল তাদের স্বার্থেরই সংঘাত হয়৷ অন্যের কাছে শ্রেষ্ঠত্ব অর্জনের কোন যোগ্যতাই তাদের থাকে না৷ পৃথিবীতে কোটি কোটি উদর-উপস্থ-জীবী মানুষ রয়েছে, তারা জন্মায়, তারা খায়, তারা বংশ রক্ষা করে, তারা নিজের স্বার্থে সন্তান প্রতিপালন করে, তারা ভোগের দৃষ্টিতে প্রতিটি বস্তুকে দেখে, লোভের দৃষ্টি নিয়ে সৰাইকার কাছে ছুটে যায়৷ তাদের অতীতও অন্ধকার, ভবিষ্যৎও অন্ধকার আর বর্তমানের আলোককে তারা ক্ষুদ্র স্বার্থের কালিমায় ঢেকে অন্ধকার করে দেয়---তারাই শূদ্র৷ তারা অজান্তে এসে অজান্তে চলে যায়৷ অজান্তেই জীবনের ভার বহন করে বেড়ায়৷ মানুষের সামগ্রিক সত্তার কাছে এ

স্মরণিকা

পত্রিকা প্রতিনিধি

* আমার বাংলা ভাষা যে রাজরাণি, আপনার  গৌরবে সে যে গরবিনী৷

* বাংলা আপনার আত্মবিকাশ আপনি করিবে, আপনার গান আপনি গাহিবে, আপন সাধন দ্বারা সেই সিদ্ধিলাভ করিবে ও আপন জগতের সম্মুখে দাঁড়াইবে৷

* বাঙালির একটা বিশিষ্ট প্রকৃতি আছে, একটা স্বতন্ত্র ধর্ম আছে৷ এই জগতের মাঝে বাঙালির একটা স্থান আছে, অধিকার আছে, কর্তব্য আছে৷

-                                                  --দেশবন্ধু চিত্তরঞ্জন