আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘যারা কেবল উদর-উপস্থ-জীবী অন্যের সাথে  কেবল তাদের স্বার্থেরই সংঘাত হয়৷ অন্যের কাছে শ্রেষ্ঠত্ব অর্জনের কোন যোগ্যতাই তাদের থাকে না৷ পৃথিবীতে কোটি কোটি উদর-উপস্থ-জীবী মানুষ রয়েছে, তারা জন্মায়, তারা খায়, তারা বংশ রক্ষা করে, তারা নিজের স্বার্থে সন্তান প্রতিপালন করে, তারা ভোগের দৃষ্টিতে প্রতিটি বস্তুকে দেখে, লোভের দৃষ্টি নিয়ে সৰাইকার কাছে ছুটে যায়৷ তাদের অতীতও অন্ধকার, ভবিষ্যৎও অন্ধকার আর বর্তমানের আলোককে তারা ক্ষুদ্র স্বার্থের কালিমায় ঢেকে অন্ধকার করে দেয়---তারাই শূদ্র৷ তারা অজান্তে এসে অজান্তে চলে যায়৷ অজান্তেই জীবনের ভার বহন করে বেড়ায়৷ মানুষের সামগ্রিক সত্তার কাছে এদের জন্মানো, থাকা ও মরা কোনটারই এমন কিছু দাম নেই৷ তারা নিজেদের কর্মের দ্বারা মানুষ জাতির মধ্যে কোন স্পন্দন জাগিয়ে দিতে পারে না৷ তারা তাদের বজ্রনির্ঘোষে ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না, তারা পৃথিবীতে থাকে বটে,কিন্তু যাবার সময় পৃথিবীর বুকে কোন দাগ রেখে যেতে পারে না৷ এই কাজগুলো যারা পারে তারাই ক্ষত্রিয়৷’’      ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার